আমাদেরবাংলাদেশ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক কায়সার হোসেন মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।
কায়সারের মৃত্যুর খবর নিশ্চিত করে তার বন্ধু শেখ জামি চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘কায়সার দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিল। চিকিৎসারত অবস্থায় রাজধানীর শমরিতা হাসপাতালে আজ (বৃহস্পতিবার) সকালে তার মৃত্যু হয়।’কা
য়সারের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সবার মাঝে।