ঢাকা কলেজ প্রতিনিধি।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত সরকারি ৭ কলেজ ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক/সম্মান ভর্তি পরীক্ষা আগামীকাল ২২ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
পরিক্ষা শুরু হবে সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত।
এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটের মোট ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪ হাজার ৯৪ টি।
বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।’
গতবারের ন্যায়ে এবারও থাকছে মানবন্টন। মোট ২০০ মার্কের পরীক্ষার মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় থাকছে ৮০ মার্ক এবং ১২০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে থাকছে না কোনো নেগেটিভ মার্ক। ১০০টি এমসিকিউ পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান থাকবে ১.২০। পরীক্ষার সময় থাকছে ১ ঘন্টা। পরীক্ষার পাস মার্ক থাকবে ৪৮।
কলেজ ভিত্তিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা
ঢাকা কলেজ – ১০৯০ জন
ইডেন মহিলা কলেজ – ১২২৫ জন
তিতুমীর কলেজ – ১৫১০ জন
সরকারি বাঙলা কলেজ – ৭১৫ জন
কবি নজরুল সরকারি কলেজ – ৬৩০ জন
বদরুন্নেসা মহিলা কলেজ- ৫৯০ জন
শহীদ সোহরাওয়ার্দী কলেজ – ৭৪০ জন
মোট – ৬৫০০ জন
পরীক্ষার কেন্দ্র ও আসন বন্টন নিম্নরূপ –
১। ঢাকা কলেজ,
রোল_নং : ৫০০০০০১-৫০০৪০০০
২। ইডেন মহিলা কলেজ,
রোল_নং : ৫০০৪০০১-৫০১০৫০০
৩। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,
রোল_নং : ৫০১০৫০১ – ৫০১৩৮০০
৪। কবি নজরুল সরকারি কলেজ,
রোল_নং :৫০১৩৮০১ – ৫০১৫৮০০
৫। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,
রোল_নং :৫০১৫৮০১ – ৫০১৭৮০০
৬। সরকারি বাঙলা কলেজ,
রোল_নং :৫০১৭৮০১ – ৫০২২০০০
৭। সরকারি তিতুমীর কলেজ,
রোল_নং :৫০২২০০১ – ৫০২৫৫৫০
৮। গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর),
রোল_নং :৫০২৫৫৫১ – ৫০২৭৫৫০
৯। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এড কলেজ,
রোল_নং :৫০২৭৫৫১– ৫০২৯৫৫০
১০। ওয়েস্ট ইন্ড হাই স্কু্ল,
রোল_নং :৫০২৯৫৫১ – ৫০৩০৫০০
১১। উইলস্ লিট্ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ,
রোল_নং :৫০৩০৫০১ – ৫০৩৪০৯৪