ঢাকা।। তরুণদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ৬০ বছরের কম বয়সী এবং অপেক্ষাকৃত স্বাস্থ্যবান রোগীরা কেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যাচ্ছে তা আরও ভালোভাবে বোঝার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন।
বিশ্ব জুড়ে মহামারির আকার নেওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা যাওয়া রোগীদের বেশিরভাগই বয়স্ক। চিকিৎসকেরা জানিয়েছেন, আগে থেকে অসুস্থ থাকা বয়স্ক ব্যক্তিরাই এতে বেশি মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। তবে গত কয়েক দিনে বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকেই তরুণদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জেনেভায় সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ ডা. মারিয়া ভ্যান কেরকোভ বলেন, ‘এই মুহূর্তেও অনেক কিছুই অজানা। সামগ্রিকভাবে যারা মারা গেছেন তারা মারাত্মক রোগে ভুগছিলেন এবং আইসিইউতে বয়স্কদের মৃত্যু হচ্ছিলো। কিন্তু কয়েকটি দেশে আমরা দেখতে পেয়েছি ৩০, ৪০ বা ৫০ এর কোঠায় থাকা ব্যক্তিরাও আইসিইউতে মারা গেছেন। আমরা দেখতে পাচ্ছি আরও বেশি তরুণ, যারা মারাত্মক রোগে আক্রান্ত না হয়েও মারা যাচ্ছেন’।
গত সোমবার লন্ডনে ১৩ বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার দৃশ্যত অন্য কোনও শারিরীক জটিলতা ছিলো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কোরিয়ায় করোনাভাইরাসে মারা যাওয়া প্রতি ছয় জনের মধ্যে এক জনের বয়স ৬০ বছরের নিচে। ইতালিতে আইসিইউতে মারা যাওয়া দশ থেকে ১৫ শতাংশ রোগীর বয়স ৫০ বছরের নিচে।
তবে ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক ড. মাইক রাইয়ান জোর দিয়ে বলেন, এখন পর্যন্ত মারা যাওয়া বেশিরভাগেরই আগে থেকে অসুস্থতা এবং বয়স বেশি ছিলো। তিনি বলেন, ‘এমন নয় যে কোনও কিছু পরিবর্তন হয়ে গেছে। আমরা এমন এক দুনিয়াতে বাস করছি যেখানে নিজেদের আশ্বস্ত করতে চাইছি এই রোগটি নিরীহ এবং বয়স্কদের জন্য বেশি মারাত্মক’।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম