প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৫:১১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০১৯, ৫:৫০ অপরাহ্ণ
তরুন ক্যাটাগরিতে সুনামগঞ্জের শ্রেষ্ট করদাতা নির্বাচিত তাহিরপুরের জুয়েল আমিন

আমির হোসেন,তাহিরপুর সুনামগঞ্জ থেকে।।
সিলেট কর অঞ্চল সুনামগঞ্জ ১৮ এর ২০১৮-২০১৯ সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট তরন করদাতা নির্বাচিত হয়েছেন তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ তালুকদারের ছেলে কয়লা ও চুনা পাথর আমদানীকারক প্রতিষ্টান মেসার্স কে কে এন্টারপ্রাইজের সত্বাধীকারী মো. জুয়েল আমিন। বুধবার সকালে সিলেটের রিকাবীবাজার মোহাম্মদ আলী জিমনেসিয়াম সেন্টারে সিলেট কর অঞ্চল কতৃক আয়োজিত সিলেট বিভাগের, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা, হবিগঞ্জ জেলা,
মৌলভীবাজার জেলা ও সুনামগঞ্জ জেলার চারটি ক্যাটাগরিতে প্রতি জেলায় মোট ৭ জন করে, ৫ জেলায় মোট ৩৫জন সর্বো”চ ও দীর্ঘ মেয়াদী, তরুন ও মহিলা শ্রেষ্ট করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্টান সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজিত কুমার সহার সভাপতিত্বে অনুষ্টিত হয়। সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান হিসেবে উপস্থিত থেকে করদাতাদের হাতে সম্মানা স্মারক, ক্রেষ্ট ও করকার্ড তুলে দেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। সুনামগঞ্জ কর সার্কেল ১৮ এর সহকারী কর কামিশনার তন্ময় কান্তি সরকার জানিয়েছেন, সুনামগঞ্জ জেলায় ৪টি ক্যাটাগরিতে মোট ৭জন, সর্বো”চ করদাতা নির্বাচিত হয়েছেন, তারা হলেন, দীর্ঘ মেয়াদী দুইজন, দিরাইয়ের মোস্তফা মিয়া, ছাতকের আজিজুর রহমান, সর্বো”চ তিনজন,
জামাইপাড়া সুনামগঞ্জের আবুল মহসিন মাহবুব, মহিলা কলেজ রোড সুনামগঞ্জের নুরুল ইসলাম, বাগবাড়ী ছাতকের মহিবুর রহমান, তরুন সর্বো”চ দুই জন, পুরুষ মো. জুয়েল আমিন ও মহিলা হাসননগর সুনামঞ্জের দিলশাদ বেগম চৌধুরী। এছাড়াও সিলেট বিভাগের সর্বো”চ তরুন করদাতা নির্বাচিত হয়েছেন, সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার রামপুর গ্রামের হাজী মো. দুধ মিয়ার ছেলে আল্লাহ্র’র দান মায়ের দোয়া ষ্টোন ক্রাশারের সত্বাধীকারী মো. রফিকুল ইসলাম। কে কে এন্টারপ্রাইজের সত্বাধীকারী মো. জুয়েল আমিন তরুন সর্বো”চ করদাতা হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, বাগলী (বীরেন্দ্রনগর) কয়লা ও চুনা পাথর আমদানীকারক সমিতির সভাপতি আব্দুল খালেক মাষ্টার, সাধারণ সম্পাদক ডা. মনির হোসেন, মার্কেন্টাইল ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যাবপক মো. বদরুল ইসলাম, ব্র্যাক ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যাবপক মো. শহীদুল ইসলাম, বাদাঘাট কালচারাল সোসাইটির সভাপতি সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, সাধারণ সম্পাদক আবির হাসান মানিক প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম