আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তাইওয়ানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৩৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭২ জনেরও বেশি। তাদের মধ্যে ৬০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছ। শুক্রবার পূর্ব তাইওয়ানের একটি সুরঙ্গের ভেতর এ দূর্ঘটনা ঘটে।
তাইওয়ানের যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, ট্রেনটি তাইটুং এর উদ্দেশ্যে যাচ্ছিল। সকালে পূর্ব তাইওয়ানের একটি সুরঙ্গের ভেতর টারোকো এক্সপ্রেস নামের ট্রেনটি দূর্ঘটনার কবলে পড়ে।
দেশটির দমকল বাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের তাইটুংগামী ট্রেনটি উত্তর হুয়ালিয়ানের একটি সুরঙ্গে প্রবেশের পর এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে সুরঙ্গের দেয়ালে ধাক্কা খায়। ট্রেনটি সাড়ে তিনশ যাত্রী বহন করছিল। ৪০৮ নাম্বারের ট্রেনটি দেশটির দ্রুততম ট্রেনগুলোর একটি। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।
এর আগে ২০১৮ সালে তাইওয়ানে একটি ট্রেন দূর্ঘটনায় একশ ৭৫ জন মারা গিয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম