তারুণ্যের সংশপ্তক কর্তৃক সিন্দুকছড়ির আকবাড়ি পাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
-
৮০
বার দেখা হয়েছে

খাগড়াছড়ি সংবাদদাতা।। মঙ্গলবার ৭ জানুয়ারি বিকাল ৩.৩০ ঘটিকায় আকবাড়ি পাড়ায় ‘ তারুণ্যের সংশপ্তক ‘ এর উদ্যোগে আকবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শীতার্তদের মাঝে ১২০টি কম্বল শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ উপলক্ষে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলাএর ৩ নং সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মারমা কাউন্সিল এর সাবেক সাংগঠনিক সম্পাদক ক্যহলা মারমা ও আকবাড়ি পাড়ার ক্যসাই কারবারি, এলাকাবাসী ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ উপলক্ষে প্রধান অতিথি সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা বলেন যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর বসবাসরত পাড়ার নাম আকবাড়ি পাড়া।যেখানে নেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা, নেই কোনো মোবাইল নেটওয়ার্ক,নেই কোন যোগাযোগের জন্য কোন রাস্তা। এমনই দূর্গম স্থানে “তারুণ্যের সংশপ্তক” নামে একটি সংগঠন শিক্ষাসহ সকলধরনের উপকারমূলক কাজ করে আসছে শিশু শিক্ষা নিয়ে। এমনকি এই “তারুণ্যের সংশপ্তক” সংগঠন টি আকবাড়ি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে।
“তারুণ্যের সংশপ্তক” এর সভাপতি মোঃ মশিউর রহমান এর ফোনে যোগাযোগ করলে তিনি বলেন সমাজের বিত্তবান মানুষেরা অনুদানে এগিয়ে আসলে আমরা আরো এমন দূর্গম অঞ্চলের শিশুদের শিক্ষা নিয়ে কাজ করার উৎসাহ পাবো।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “তারুণ্যের সংশপ্তক” এর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক সম্পাদক হ্লামংসিন মারমা।
Please Share This Post in Your Social Media