আমাদেরবাংলাদেশ ডেস্কঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
২০১১ সালের এই দিন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। তারেক মাসুদ তার সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, মিশুক মুনীরসহ নয় সদস্যের একটি দল নতুন ছবি কাগজের ফুল এর লোকেশন দেখতে যান মানিকগঞ্জে। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তাদের দুজনকে একুশে পদকে (মরণোত্তর) ভূষিত করে সরকার।
সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলার রায়ে ২০১৭ সালে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।