তাহিরপুরের ছাত্রদের প্রিয় শিক্ষক নিখিল রঞ্জন তালুকদার আর নেই
- প্রকাশের সয়ম :
রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
-
৯৩
বার দেখা হয়েছে

তাহিরপুর সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছাত্র-ছাত্রীদের প্রিয় ও সবচেয়ে প্রবীণ শিক্ষক নিখিল রঞ্জন তালুকদার আর নেই। তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ও উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাট গ্রামের প্রয়াত জ্ঞানেন্দ্র চন্দ্র তালুকদারের ছেলে নিখিল রঞ্জন তালুকদার পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টায় সিলেট মাউন্ট এ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। রবিবার বিকেলে নিজ বাড়িতে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তার মৃত্যুতে বাদাঘাট পাবলিক উ”চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজ শোক জানিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।র
Please Share This Post in Your Social Media