তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দেশের অন্যতম জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকালে তাহিরপুর উপজেলা প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবে এসে মিলিত হয়।
পরে র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। পরে কেক কেটে ও মিষ্টি মুখ করার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন শাহ্, সদস্য জাহাঙ্গীর আলম, আবির হাসান-মানিক, রুমান আহমেদ তুষা, সাময়ূন আহমেদ, আহমেদ কবির প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত/কামাল
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম