তাহিরপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
-
৮৮
বার দেখা হয়েছে

তাহিরপুর(সুনামগঞ্জ) সংবাদদাতা।।
তাহিরপুর উপজেলার পল্লীতে থানা পুলিশের অভিযানে ২৫পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শ্রীপুর (উঃ) ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত আবু জাহেরের ছেলে মোঃ সুহেল মিয়া (২৩) ও তার সহযোগী নরসিংদী জেলার শিবপুর থানার বেলাব গ্রামের মোঃ তমিজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হালিম (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর হতে সুহেল ও হালিমকে আটক করেন। এসময় সুহেলের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসআই দীপঙ্কর বিশ্বাস বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন এবং আসামী ২জনকে গতকাল বুধবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আবা/রিফাত/কামাল
Please Share This Post in Your Social Media