তাহিরপুরে খাদ্য অধিকার আইন চাই শীর্ষক মানববন্ধন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
-
৮৭
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১০-২০ ডিসেম্বর ২০১৯ ইং খাদ্য অধিকার প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। “চাই খাদ্য অধিকারের রাষ্ট্রীয় স্বীকৃতি : সকল মানুষের জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা “, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই”, “খাদ্য অধিকার আইন চাই” এই শ্লোগানকে সামনে রেখে আজ ২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন চাঁনপুর বাজারে উইক ক্লিব সিম যুব সংঘের আয়োজনে খাদ্য অধিকার আইন চাই শীর্ষক ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উইক ক্লিব সিম যুব সংঘের সাধারণ সম্পাদক মিখায়েল দিও এর সঞ্চালনে ও উইক ক্লিব সিম যুব সংঘের সভাপতি এন্ড্রু সলমার এর সভাপতিত্বে এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উঃ বড়দল ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ সম্রাট মিয়া, মহিলা সদস্য সুষমা জাম্বিল, সহকারী শিক্ষক চাঁনপুর উচ্চবিদ্যালয়, মোঃ মহিবুর রহমান ম্যানেজার (প্রত্যাশা), তোফায়েল আহমেদ লোন অফিসার (প্রত্যাশা), মোঃ শফিকুল ইসলাম লোন অফিসার সানক্রেড, সংকর মানাক এসপিএস এর সাধারন সম্পাদক, নোটন রাকসাম সাধারণা সম্পাদক যুবরীগ ৬নং ওয়ার্ড, চানপুর বাজারের ব্যবসায়ী মোঃ নাসিরাবাদ উদ্দিন (জুলহাস), আলীনুর, সুনীল পাল,জরীনা ম্রং,দীলিপ হাজং (TWA সদস্য)সাবেক চেয়ারম্যান TWA দানিয়েল ম্রং প্রমুখ।
Please Share This Post in Your Social Media