
কামাল হোসেন।। সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় উপজেলা ছাত্রলীগ ও বাদাঘাট সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম সোহাগ ও রাসেল সিকদারের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রথমে একটি র্যালী বের করে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এসে কেক কাটার মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে কেক কাটা শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব আলম রানা, রাহাতুল ইসলাম, এসকে সুলেমান, রায়হান আহমেদ, ফয়সল আহমেদ, জুনায়েদ আহমদ, আবু সুফিয়ান রনি, বাদাঘাট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা ফারিয়ান আহমেদ শাহিন, আলমগীর আহমদ, জাকির আহমদ, সাহেব নুর সিকদার, সজিব, মনির, আজিজুল, শুভ মল্লিক প্রমুখ।
পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
আ/রিফাত