প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০১৯, ৫:৪১ অপরাহ্ণ
তাহিরপুরে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার ও পারস্পরিক সম্প্রতি বৃদ্ধির লক্ষ্যেই এ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্যেশ্য আজ ২০ ডিসেম্বর রোজ শুক্রবার সকালে বাদাঘাট ক্রিকেট সমাজ কর্তৃক আয়োজনে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে'২০১৯-২০ এর শান্তির প্রতীক কবুতর উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও বাদাঘাট ইউনিয়ন আ'লীগের আহবায়ক জুনাব আলী ও বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু। টুর্নামেন্টে'২০১৯-২০ এর খেলায় জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার মোট ২০টি টিমের অংশগ্রহণের মাধ্যমে যাত্র শুরু করে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক আনোয়ার হোসেন রোমান, শাহ্ আলম, আফজালুল হক শিপলু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ঝুমুর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক জাকির হোসেন আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, ক্রীড়ামোদী কামাল হোসেন, বাদাঘাট কালচারাল সোসাইটির সাঃ সম্পাদক সাংবাদিক আবির হাসান-মানিক প্রমূখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে, তাহিরপুর সদর ক্রিকেট একাদশ ও বাদাঘাটের চরগাঁও ক্রিকেট টিম।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম