তাহিরপুরে বিজয় সিংহের রাজবাড়ীর প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান উদ্ধোধন
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০
-
৭৮
বার দেখা হয়েছে

তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় সীমান্ত ঘেঁষে লাউড় রাজ্যের রাজধানী হলহলিয়ার রাজবাড়ীর প্রত্নতাত্ত্বিকের খনন ও অনুসন্ধান (২০১৯-২০২০) উদ্ধোধন।
বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ প্রত্নতাত্ত্বিকের খনন ও অনুসন্ধান কাজের উদ্ধোধন শেষে দুপুরে তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের একতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত উদ্ধোধন অনুষ্টানে সিলেট বিভাগের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উপ পরিচালক ড. আতাউর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান, দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী প্রমুখ।
আ/মিজান
Please Share This Post in Your Social Media