তাহিরপুরে ৬ বোতল ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার
- প্রকাশের সয়ম :
শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
-
৯৯
বার দেখা হয়েছে

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা।।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ওমর সরকার(২২) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
সে জেলার মধ্যনগর থানার ডুলপুশি গ্রামের তাপস সরকারের ছেলে। থানা পুলিশ সূত্রে জানাযায়, তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে ও এ এস আই মোঃ আবু মুছাসহ সংগীয় ফোর্স গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় বিশেষ অভিযান চালিয়ে ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রাম সংলগ্ন আঃ রকিবের কয়লার ডিপোর পূর্ব পাশে রাস্তার উপর থেকে ৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী ওমর সরকারকে গ্রেফতার করে। এব্যাপারে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওমর সরকারের বিরুদ্ধে আজ ৭ ডিসেম্বর শনিবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুনামগঞ্জ/রিফাত/আমির
Please Share This Post in Your Social Media