তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
-
১০৮
বার দেখা হয়েছে
তাহিরপুর প্রতিনিধি :সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করেছে দুষ্কৃতকারী চক্র। ২২ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে ইউএনও’র অফিসিয়াল ০১৭৩০৩৩১১০৯ মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা-পয়সা চাওয়া হচ্ছে।
এ ব্যাপারে রাতে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান ফেসবুকে পোষ্ট করে সবাইকে যে কোন ধরণের তথ্য আদান প্রদান সহ সাহায্য সহযোগিতা চায় তা থেকে বিরত থাকতে এবং প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে তাহিরপুর থানায় একটি জিডি করা হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ভারপ্রাপ্ত) মুনতাসির হাসান জানান, রাত আটটার দিকে ইউএনও’র অফিসিয়াল ০১৭৩০৩৩১১০৯ নাম্বারটি ক্লোন করে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ও বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ফোন করে টাকা চাওয়া হয়। পরে শিক্ষক দু’জন আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন করে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাইলে বিষয়টি জানিনা বলে আমি জানাই। তখনই নাম্বার ক্লোনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
Please Share This Post in Your Social Media