খেলা ডেস্ক।। করোনাভাইরাসের জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে কারণে আগামী ৩০ জুন পর্যন্ত চাকরি থেকে বেশিরভাগ কর্মীকে বরখাস্ত করেছে সংস্থাটি। তবে তারা আশাবাদী চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে নির্ধারিত সূচি বিশ্বকাপ সূচী মেনেই করা যাবে।
অস্ট্রেলিয়ায় অর্থবর্ষ শুরু হয় ১ জুলাই থেকে। শেষ হয় ৩০ জুন। অর্থাত্ যে সব কর্মীকে ছাঁটাই করা হয়েছে তাঁরা আগামী আড়াই মাস নামমাত্র বেতন পাবেন। এ সময়ে দেশে কোনও খেলাধুলোও হবে না। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ কেভিন রবার্টস জানিয়েছেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কারণ এখন স্বাভাবিক কোনও কাজ সম্ভব নয়। ২৭ এপ্রিল থেকে বাকি অর্থ বর্ষ পর্যন্ত এমন ব্যবস্থাই কার্যকর থাকবে। স্পোর্টস ইন্ডাস্ট্রিতে করোনার প্রভাব মাত্রাতিরিক্ত। অস্ট্রেলিয়া ক্রিকেটে যাতে ক্ষতির পরিমাণ কমানো যায় তারই চেষ্টা করছি আমরা।’
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের সেনট্রাল কনট্র্যাক্ট রিনিউ করার ঘোষণাও পিছিয়ে দিয়েছিল। খেলোয়াড়দের ধারণা বর্তমান পরিস্থিতিতে কমতে পারে তাদের বেতনও।