নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে সোমবার থেকে টানা তীব্র ঝড়বৃষ্টিতে হওয়া আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ডুবে গেছে ওয়াশিংটন ডিসি। অবস্থা এতটাই গুরুতর যে, মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজেও ঢুকে পড়েছে পানি!
হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের কাছে ভূগর্ভস্থ প্রেস ওয়ার্কস্পেসে বৃষ্টির পানি ঢুকে একেবারে যাচ্ছেতাই অবস্থা। সোমবার হোয়াইট হাউজে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তরল শোষণের বিশেষ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে জলাবদ্ধ কক্ষগুলো থেকে পানি সরানোর চেষ্টা করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের সামনের রাস্তায়ও হাঁটু পানি।
ওয়াশিংটন ডিসির অনেকগুলো রাস্তাই পানিতে ডুবে গেছে। এমন ভয়াবহ বন্যার সাথে খুব বেশি পরিচিত নয় ওয়াশিংটন। হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ায় আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের রাজধানী।