“তুমি আমার, জুয়েল রানা”
তুমি আমার জীবন মরণ তুমি আমার সব,
তোমায় ছাড়া পারিনা কিছু করতে অনুভব।
তুমি আমার জ্যোৎস্না আলো নিঝুম সন্ধা তাঁরা,
তোমায় ছাড়া এ মন কেন একলা দিশাহারা?
তুমি আমার নীল আকাশ,চাঁদের দেশের বুড়ি,
লাটাই ছাড়া দমকা হাওয়ায় সুতো কাটা ঘুড়ি।
পারিনা কভু ধরতে তোমায় পারিনা কভু ছুঁতে,
পাগল এ মন তোমার প্রতি,পারোনা আমার হতে?
তুমি আমার অন্ধকারে জোনাক জ্বলা আলো
আমার মতো কে বা আছে বাসবে এতো ভালো?
তুমি আমার তিব্র রোদে একটু শীতল ছায়া,
তোমার জন্য জমে আছে বুকে অনেক মায়া।