তুমি গদ্য না,পদ্য: শফিউল আলম
তুমি বাংলা ব্যাকরণ
তোমাকে বোঝা বড় দায়।
তুমি গদ্যের মতো সহজে বোধগম্য নও
পদ্যের মতো সহজে বোঝাও দায়।
আমি বুঝেছি এই বাংলা মায়ের কোলে বসে,
এই বসুধার বিচিত্র সুধারস পান করে।
আমার রক্তে জাতীয় পতাকার রঙ;
হৃদয় 💓 যেন সবুজ বাংলাদেশ।
তুমি রজনীগন্ধা নাকি হাসনাহেনা
দিবসে শুধু দর্শন ছাড়া গন্ধ ম্লান।
সক্রেটিস-আইনস্টাইন হয়ে বুঝতে চেষ্টা করেছি
পরাজিত হলাম।
তাই বলি তুমি গদ্য নয়,পদ্য
তোমাকে বোঝা দায়।
১৫-১২-২০২২
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম