তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের দ্বিতীয় দিনে চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।তুরস্কের বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি সোমবার জানান, ইজমিরের কুয়ুজাক ও দোগানবে এলাকায় ৪০-৫০ কিমি গতির বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়েছে।তিনি জানান, হেলিকপ্টার, আগুন নির্বাপক বিমান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন এবং এক হাজারেরও বেশি কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন।ইজমির আদনান মেন্দেরেস বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।
তুরস্কের উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের ঘটনা বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি ও খরার কারণে দাবানল আরও প্রবল হচ্ছে। গত বছরও ইজমিরের এই এলাকায় বড় আকারের দাবানল দেখা গিয়েছিল।সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তবে প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা চ্যালেঞ্জ বাড়িয়ে তুলছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম