আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে অবৈধ অভিবাসীবাহী একটি বাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড় সড়ক থেকে গভীর খাঁদে পড়ে যায়। নিহতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। বাসটি ইরান সীমান্তের কাছ থেকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যাত্রা শুরু করেছিল।