সাভার থেকে মোঃ আরিফ মন্ডল: সাভারের আমিন বাজার সালেহপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে একটি ট্যাক্সিক্যাব পড়ে যাওয়ার ১৩ ঘণ্টা পরও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
ট্যাক্সিক্যাবটি উদ্ধারে তুরাগ নদে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও নৌ-পুলিশ। ফায়ার সার্ভিস জানায়, গতকাল রোববার রাত ৮টার দিকে সাভার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হলুদ রঙের একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা
মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারটি উদ্ধারে রাত থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও নৌ-পুলিশ নদে তল্লাশি চালাচ্ছে। তুরাগ নদে অনেক স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ট্যাক্সিক্যাবটি এখনো উদ্ধার করা যায়নি। এদিকে ট্যাক্সিক্যাবে কতজন যাত্রী ছিল, তা জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিএডি আনোয়ারুল হক আমাদের বাংলাদেশ.কমকে,জানান
প্রাইভেটকার উদ্ধারে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে আছেন র্যাব ও পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশের আমিনবাজার বক্সের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে সড়কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি, একটি ট্যাক্সিক্যাব নদীতে পড়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১১ অক্টোবর একই সেতু থেকে তুরাগ নদীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পড়ে যায়। ঐ বাসে ১৫ যাত্রী নিহত হয়েছিলো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম