আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তৃতীয় বারের মতো প্রতিহিংসার শিকার হয়েছেন নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক। তার কিছু বদ অভ্যাস আছে,সবাই জেনে রাখুন।
১. দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা?
২. অন্যায়কে প্রশ্রয় না দেওয়া?
৩. সত্য কথা সামনে বলে দেওয়া?
৪. কোন গণমাধ্যম কর্মী বিপদে পড়লে আগে চলে যাওয়া?
৫. মানুষকে অতি তাড়াতাড়ি বিশ্বাস করা?
৬. মানুষকে তাড়াতাড়ি আপন করে নেওয়া এবং বেশি আপ্যায়ন করা।
৭. যে কারো সাথে হিংসা না রেখে কথা বলা?
৮. সত্য লিখতে গিয়ে তিনবার কারাগারে গিয়েছেন।
৯. গত ৮ বছরে তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ৩৪৫ টি অনুসন্ধানী প্রতিবেদন করেছেন।
১০. মাদক সম্রাটদের বিরুদ্ধে তিনি ৫ বছরে ১২৩ টি রিপোর্ট প্রকাশ করেছেন।
১১. ত্রিশালের কিছু সাংবাদিক থাকে প্রতিহিংসা করে এর কারন তিনি তাদের পাত্তা দেন না। তাদের সাথে বসতেও চান না। এ কারণেই তারা এই সুযোগটা কাজে লাগিয়েছেন।
১২. আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে ১১ টি। একটি মামলাও প্রমাণ হয়নি। বিজ্ঞ আদালত থেকে তিনি খালাস পেয়েছেন
এই লোক-টা বার বার বিপদে পড়ার পরেও কেন উঠে আসে। তার সাথে আল্লাহ থাকেন। যারা তার প্রতি অন্যায় করেছেন,মিথ্যা অপপ্রচার চালিয়েছে তাদের-কে ধন্যবাদ।
এবিডি.কম