নিজস্ব প্রতিবেদক।। মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষাবিধি সকলকে মেনে চলতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে করোনা ভাইরাসের কারণে অচল থাকা আগামী মাস থেকে দেশের অর্থনীতি সচল হবে এবং মানুষের আর্থিক সংকট দূর হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
(মঙ্গলবার ১২ মে) বিকেলে সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সমাজের তৃতীয় লিঙ্গের লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসে রমজান ও ঈদ উপলক্ষে পঞ্চাশ লক্ষ পরিবারকে আড়াই হাজার করে টাকা সরাসরি অনলাইনের মাধ্যমে পৌছে দেবেন এবং এই কার্যক্রমটা ১৪ তারিখ থেকে শুরু হবে। সেই সাথে তাদেরকে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ কেজি করে চাউল দেওয়া হবে। অন্যদিকে করোনা ভাইরাসে সুরক্ষা থাকতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের মাঝে চিকিৎসা সুরক্ষা দিয়েছেন গণস্বাস্থ্য কর্তৃপক্ষ।
ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত সাহাসহ প্রমুখ