আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তোমার অপেক্ষায় থেকে আমার গ্রীষ্ম গেলো চলে, নতুন সাজে সাজিয়েছি সব তুমি আসবে বলে। বর্ষা গেলো অপেক্ষাতে,কদম গেলো ঝরে, কেন তুমি থাকলে দূরে আমায় একা করে?
শরৎ এর কাশবনে তাই একলা বসে থাকি,
সাপেক্ষতায় চমকে উঠি তুমি আসলে নাকি!
হেমন্ততে মুগ্ধ হবে সন্ধা নামার আগে,
আসবে তুমি গোধুলিতে? একটু অনুরাগে!
তোমায় ভেবে অপেক্ষাতে শীত হয়েছে শেষ,
বিনি করে বেঁধে দিতাম তোমার!এলো চুলের কেশ।
বসন্ততে ককিল দেখ মধুর সুরে গাই,
তবু আমি থেকে গেলাম তোমার অপেক্ষায়।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু