লালমনিরহাট প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত আমাদের নেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন তাকে শত ষড়যন্ত্র করেও হত্যা করা যাবে না। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। একই সাথে যারা বিএনপি-জামায়াত থেকে দলে ঢুকেছেন তাদের খুঁজে দল বের করে দিতে হবে।
শনিবার দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে নিয়ে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক করতে হবে। আগামী ৯ ডিসেম্বর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সম্মেলন করে নিতে হবে। কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের ভেতর গ্রুপ করার জন্য, দল ভারী করার জন্য যারা বিএনপি-জামায়াতকে দলে ঢুকিয়েছেন, আর যারা ঢুকে পড়েছে, তাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সবস্থান থেকে খুঁজে দল বের করে দিতে হবে। আমরা ২১ ও ২২ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন করব। এর আগে জেলা-উপজেলা সম্মেলন শেষ করতে চাই।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
জেলা পরিষদ অডিটরিয়ামে বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট বাদল আশরাফ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রুহুল আমিন বাবুল, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম