আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ময়মনসিংহের ত্রিশালের সাংবাদিকদের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন ত্রিশাল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার ২৯ জানুয়ারি বিকেলে ত্রিশাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক নির্বাচনে আগামী ২০২০-২১ সালের জন্য সভাপতি পদে অধ্যাপক মুহাম্মদ আলমগীর কবীর(জেলা প্রতিনিধি বণিক বার্তা,সম্পাদক সবুজ সময়) ও সাধারণ সম্পাদক পদে এস এম হুমায়ূন কবীর(ইনকিলাব ও দৈনিক জাহান) পুনরায় সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হন।
কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন-সহ-সভাপতি খালিদ মাসুদ(মানব জমিন),সহ-সভাপতি কামরুজ্জামান মিনহাজ(দৈনিক আমাদের কন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল কাদের কবীর(নয়া দিগন্ত),সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন(দৈনিক দেশকাল ও ঈশিকা),কোধাধ্যক্ষ মাসুদ মিয়া(দৈনিক বাংলাদেশ বুলেটিন) সাহিত্য সম্পাদক রাকিবুল হাসান ফরহাদ(চ্যানেল এস),প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের জিলানী(দৈনিক জনতা ও দৈনিক দেশের খবর)।
কার্যকরী সদস্যরা হলেন- ফারুক আহমেদ (ইত্তেফাক ও মোহনা টিভি),মামুন তালুকদার (যায়যায়দিন,দৈনিক সবুজ ও বিজয় ঢিভি) ,মাহমুদুল হাসান রতন (ঢাকা প্রতিদিন), বিপ্লব হাসান বেপারী (সবুজ সময়)। সভায় সর্ব সম্মতিক্রমে ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য,দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক এটিএম মনিরুজ্জামানকে ত্রিশাল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম