নিজস্ব প্রতিবেদক।। রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, থানায় কোন অসৎ পুলিশ কর্মকর্তাদের স্থান থাকবে না।দুণীর্তিমুক্ত,স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধ পরিকর বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে মিঠাপুকুর থানায় মাসিক আপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আইনের প্রতি স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসতে সকলকে কাজ করতে হবে। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান অধিকার নিশ্চিত করতে হবে। থানা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত যেকোন কাজে দালালের দৌরাত্ম্য কমাতে পুলিশ সদস্যদের এগিয়ে আসতে হবে।
বিপ্লব কুমার বলেন, যদি কোন পুলিশ সদস্য অণিয়ম ও দুণীর্তির অভিযোগ প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা।এসময় পুলিশ সুপার সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার আহবান জানান।
মাসিক আপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর পুলিশে কর্মরত পুলিশের উর্ধ্বতন কর্মর্কতাগন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু