নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৈঠকে উপস্থিত থাকবেন ব্রিটিশ পররাষ্ট্রন্ত্রী জেরেমি হান্ট সহ সিনিয়ন মন্ত্রীরা। বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার রাতে ট্রাম্প রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাকিংহাম প্যালেসে ভোজের পাশাপাশি ওয়েস্টমিনস্টার অ্যাবিতেও যান। এদিকে, ট্রাম্পের সফরকালে লন্ডন, মানচেস্টার, বেলফাস্ট এবং বার্মিংহামসহ যুক্তরাজ্যের কয়েকটি শহরে বিক্ষোভ করা হয়েছে। ওই বিক্ষোভ ভাষণ দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম