
নিজস্ব প্রতিবেদক।। যশোর-৬ (কেশবপুর) আসনের রাজনৈতিক সমীকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। দলের হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্থানীয় রাজনীতির ঐক্যের কথা মাথায় রেখে নির্বাচনী মাঠ থেকে ফিরে এসেছেন রাজপথের এই মেধাবী,ত্যাগী লড়াকু নেতা।
কাজী রওনকুল ইসলাম শ্রাবণের রাজনৈতিক জীবন যেন কোনো চলচ্চিত্রের গল্পকেও হার মানায়। তার পরিবারের প্রায় সব সদস্যই আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু ভিন্ন আদর্শ বেছে নেওয়ায় দীর্ঘ ১৫ বছর পরিবারের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। নিজ বাড়িতে প্রবেশের অধিকার হারিয়েও তিনি বিচ্যুত হননি তার আদর্শ থেকে। ঢাকার রাজপথে লড়াই আর ত্যাগের বিনিময়ে দল তাকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব দিয়ে পুরস্কৃত করেছিল।
বিএনপির প্রথম দফার পছন্দের তালিকায় শ্রাবণের নাম থাকলেও,শেষ পর্যন্ত তৃণমূলের বাস্তবতায় দল ভরসা রেখেছে স্থানীয় রাজনীতির অভিজ্ঞ মুখ ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের ওপর। দলীয় সূত্রের খবর,হাইকমান্ডের এই সিদ্ধান্ত শোনার পর শ্রাবণ কোনো দ্বিধা না করে দলের স্বার্থে মাঠ ছাড়ার ঘোষণা দেন।
আলোকিত কেশবপুরের পথে ‘আলো ছড়ানো’ নেতা: কেশবপুরের সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মতে,শ্রাবণ এসেছিলেন এলাকায় রাজনীতির নতুন ‘আলো’ ছড়াতে। তার আগমনে তরুণ কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছিল। নির্বাচনী মাঠ থেকে ফিরে আসার সময় তিনি জানান,ব্যক্তিস্বার্থের চেয়ে দলের ঐক্য এবং দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তই তার কাছে বড়। "দীর্ঘ ১৫ বছর পরিবারের মায়া ত্যাগ করে রাজপথে থেকেছি দলের জন্য। আজ দল যাকে যোগ্য মনে করেছে,তার পক্ষেই আমরা কাজ করব। আমার লক্ষ্য ব্যক্তিগত পদ নয়,বরং গণতন্ত্র পুনরুদ্ধার।"
তৃণমূলের প্রতিক্রিয়া: স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন আপাতত থমকে গেলেও শ্রাবণ প্রমাণ করেছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেবল একজন নেতাই নন,তিনি ত্যাগের এক প্রতীকে পরিণত হয়েছেন। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া,রাজপথের জেল-জুলুম সহ্য করা এবং অবশেষে দলীয় স্বার্থে নিজের আসন ছেড়ে দেওয়া-সব মিলিয়ে তিনি বিএনপির একজন নিবেদিতপ্রাণ সৈনিক হিসেবে নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করলেন। আপাতত কেশবপুর থেকে ফিরে এলেও,দল ও রাজপথের রাজনীতিতে তার গুরুত্ব যে আগের চেয়ে অনেক বেড়েছে,তা বলার অপেক্ষা রাখে না। তিনি একজন প্রকৃত 'ত্যাগী' ও 'মেধাবী' নেতা। তার এই পিছু হটা আসলে দলের প্রতি তার আনুগত্যের এক বড় জয়।
এবিডি.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম