দায়িত্ব: মফিজুল ইসলাম,পিপিএম
দায়িত্বটা এমনই হয়
এক কাঁধে দেশের দায়িত্ব
অন্য কাঁধে পরিবার
কিন্তু দুঃখ লাগে তখন
সাধু সেজে বসে
অপরাধীর কথায় সাজানো পরিবার
ভেঙ্গে করে চুরমার।।
অভিবাবক তো সেই
যে শাসিতে জানে, করতে জানে সোহাগ
ভ্রান্ত ধারনায় করিও না ত্যাজ্য
বিবেককে কর সজাগ।।
শপথ নিয়ে দেশের দায়িত্ব
নিয়েছি যেদিন কাঁধে
মা-বাবা, পরিবার পরিজন
সেদিন থেকেই নির্জনে বসে কাঁদে।।
কিন্তু কে শুনে এই বোবাকান্না
ফুরিয়ে যায় বেলা
অনাকাংখিত ভুলটিও আজ
দায়িত্বে অবহেলা।।
তাহারও মা আছে, তাহারও সমাজ আছে
আছে পরিবার
বিনা অপরাধে তুমি তাকে
ভেঙ্গে করনা চুরমার।।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম