আন্তর্জাতিক ডেস্ক।। একদিকে করোনা মহামারী, অন্যদিকে আম্ফানের তাণ্ডব কাটিয়ে উঠতে না উঠতেই ভারতে হানা দিয়েছে পঙ্গপাল। এদের একটি ঝাঁক দিলির দিকে এগিয়ে যাচ্ছে।
এ মাসের শুরুতে পাকিস্তান থেকে রাজস্থানে প্রবেশের পর এখন মধ্য ও উত্তর প্রদেশেও ছড়িয়ে পড়েছে পঙ্গপালের ঝাঁক। এদের একটি ঝাঁক দিলির দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক থেকে রক্ষা পেতে হিমশিম খাচ্ছেন উত্তর ও মধ্যপ্রদেশের কৃষকরা।
গত ২৭ বছরের মধ্যে এমন পঙ্গপালের আক্রমণ হয়নি বলে জানান রাজ্যের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, পঙ্গপাল খুব শিগগরই নিয়ন্ত্রণ করা না গেলে প্রায় ৮ হাজার কোটি টাকার মুগ ডাল, ফল ও শাকসবজির বাগান ক্ষতিগ্রস্ত হবে।
তাঁরা জানান, এগুলো দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে কয়েক হাজার কোটি টাকার তুলা ও মরিচেরও ক্ষতি করতে পারে।