আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দিল্লিতে ভয়াবহ সহিংসতার ঘটনায় নিহতের মিছিল ক্রমেই লম্বা হচ্ছে। আহতদের মধ্য থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আরও ৪ জন না ফেরার দেশে চলে যান। এতে সবমিলিয়ে নিহতের সংখ্যা পৌঁছাল ৪২ জনে।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তা সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। এতে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। সহিংসতায় আহত অন্তত ২০০ জন এখনো চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সহিংসতার পর এখনো থমথমে অবস্থা বিরাজ করছে দিল্লির মৌজপুর বাবরপুর, জাফরাবাদের মতো বেশ কয়েকটি এলাকায়। শুক্রবার জুম্মার নামাজের আগে নিরাপত্তার লক্ষ্যে গুরুগ্রামে হাই অ্যালার্ট জারি করা হয়। অবশ্য পরবর্তীতে সেখানে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
এ দিন দোকানপাট কিছুক্ষণ খোলা রাখার জন্য কোথাও কোথাও কারফিউ শিথিল করা হয়। তখন কয়েক ঘণ্টা কারফিউ শিথিল ছিল। এরপর আবারও জারি হয় কারফিউ। গত রবিবারের ঘটনার পর গুরুগ্রামে অ্যালার্ট জারি হয়েছিল। শুক্রবার জুম্মার আগে সেই অ্যালার্ট আরও কঠোর করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম