নিজস্ব প্রতিবেদক।। দেশে একদিন বাদেই অনুষ্ঠিত হবে মুসলিম ধর্ম্বলম্বীদের পবিত্র উৎসব ঈদ উল ফিতর। তবে এবার প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে ভাটা পড়েছে দেশের অর্থনীতি। অসহায় হয়ে পড়েছে নিম্ন মধ্যবিত্ত ও প্রতিবন্ধীরা। আর অসহায় এসব প্রতিবন্ধী ও দারিদ্র্যের পাশে দাড়িয়েছে রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক,মানবিক পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার,বিপিএম (বার) পিপিএম,পুলিশ সুপার, রংপুর।
আজ শনিবার (২৩ মে) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে দুইশত অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এসব দশ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটা তেল, লবন, পেঁয়াজ, আলু, চিনি, খেজুর, দুধ, সাবান ও মশলা বিতরণ করা হয়।
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রংপুর জেলা পুলিশের পাশাপাশি কোতোয়ালী থানার পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক থাকতে সচেতনামূলক পরামর্শ দেন তিনি।’
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার( এসএএফ)মোঃ আশরাফ হোসেন এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ এবিএম সাজেদুর রহমানসহ কোতোয়ালী থানার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।