আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাটে অননুমোদিত পলিথিন উৎপাদন মজুত ও বিক্রির দায়ে পাঁটটি প্রতিষ্ঠান সিলগালা ও ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব।এদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।তিনি বলেন, পরিবেশ অধিদফতরের সহযোগিতায় পলিথিনের কারখানায় ও মজুতের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে প্রথমে ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে থেকে ১০ জনকে গ্রেফতার দেখানো হয়।
প্রত্যেকের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুত ও বিক্রি করায় পাঁচটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। অভিযানে পাঁচটি কারখানা থেকে দুই কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করবে পরিবেশ অধিদফতর।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম