নিজস্ব প্রতিবেদক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলামের নেতৃত্বে উক্ত বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়ে গেলো দুই বাংলার সাহিত্য সংস্কৃতির গুণীজন মিলন মেলা।
রবিবার (১৮ই জুন) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপণন বিভাগের হল রুমে অনুষ্ঠিত হয়েছে দুই বাংলার সাহিত্য সংস্কৃতির গুণীজন মিলন মেলা।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শান্তি নিকেতনের (ভারত) এর সাবেক উপাচার্য ড. সুজিত কুমার বাসু। বিশেষ অতিথি ছিলেন শ্রী শুভশী বাসু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সময়ের জনপ্রিয় মানবাধিকার লীডার সেহলী পারভীন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও বিভিন্ন বিষয়ের গবেষকবৃন্দসহ প্রমুখ।
এসময় অনুষ্ঠানে দুই বাংলার অতিথির মাধ্যমে দুই বাংলার সাহিত্যিক,গবেষকবৃন্দের উদ্দেশ্যে সেহলী পারভীন বলেন,ঢাকা সাহিত্য সাংস্কৃতি চর্চা,গবেষণা সবই হচ্ছে কিন্তু এই চর্চা আমাদের ব্যবহারিক জীবনকে কী দিচ্ছে? অস্থির প্রজন্ম কেনো বাড়ী ফিরেন।
এছাড়া তিনি আরোও বলেন,প্রকৃত সংস্কৃতি সত্তা থেকে সরে যাচ্ছে? কোন অলৌকিক শক্তির কারণে মূল্যবোধ সম্পন্ন গবেষণা পাঠ্যসূচীর বিষয় হিসেবে পঠিত হচ্ছে না। জাতির সেরা বিদ্যাপিঠের অভিভাবকদের শুধু লিখে বা বলে দায়িত্ব শেষ করা যাবে না। বাস্ত বায়নের ক্ষেত্রে যে যুদ্ধ আমাদের করে যেতে হচ্ছে,সেই যুদ্ধটা স্বার্থক হতে পারে আপনাদের প্রত্যক্ষ অংশ গ্রহনের মধ্য দিয়ে। অন্যান্য অতিথির সমর্থন বক্তব্য এবং প্রধার অতিথির ভাষণে রবীন্দ্রনাথের কৃষি উন্নয়নের ভাবনা বিশেষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে বীরবোধ সম্পন্ন আমাদের নেত্রী সেহলী পারভীন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নিয়ে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু