আমাদেরবাংলাদেশ ডেস্ক।।গ্যাস বিতরণ লাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার তিতাস কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।তিতাস কর্তৃপক্ষ জানায়, পূর্ব রামপুরার ভূঁইয়া গলির দুই ইঞ্চি ব্যাস X ৫০ পিএসআইজি X ৩৫৫ মিটার নতুন বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
রাজধানীর রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম