নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনার দুর্গাপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজন মিয়া (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের দুর্গাপুর উপজেলার শান্তিপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এসময় দুইজন আহত হয়েছে। আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সুজন মিয়া দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর টেংগাবাড়ী গ্রামের রহমত আলী মরে ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে মোটরসাইকেলে করে সুজন মিয়াসহ আরো দুইজন পূর্বধলার জারিয়ার উদ্যেশ্যে যাচ্ছিল। শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুজন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম