লালমনিরহাট সংবাদদাতা।। করোনা পরিস্থিতে শিক্ষার্থীর পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাব। বুধবার (২২ এপ্রিল) আদিতমারী কান্তেশ্বর বর্মণ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থীর পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এদিকে একই দিনে সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থীর পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্দ্যোগে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এসময় প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে চাল, ডাল,তেল, চিনি,সোলা ও সাবান দেয়া হয়।
এসময় আদিতমারী কেবি বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসে আরা, সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন, জেলা স্কাউট সম্পাদক মোজাম্মেল হক,প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম