লালমনিরহাট সংবাদদাতা।। দুর্যোগ মোকাবেলায় সর্বদাই “বাংলাদেশ পুলিশ” জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে থেকে কাজ করে আসছেন ।
তারই ধারাবাহিকতায় প্রাণঘাতি করোনা মোকাবেলায় এবারেও অতীতের ন্যায় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে কাজ করে আসছেন পুলিশ বিভাগ। প্রতিদিন জেলার সকল লোকজনকে সচেতন করতে ছুটে চলেছেন আনাচে-কানাচে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে বাসায় থাকার অনুরোধ করছেন জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা। শুধু কর্মকর্তাই নয়,সাথে রয়েছেন সকল পুলিশ সদস্যও।
এদিকে জেলা পুলিশের সকল পদবীর সদস্যের সমন্বয়ে করোনা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে হাট-বাজারে মাইকিং ছাড়াও সতর্কতামূলক পোষ্টার লাগিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা অব্যাহত রেখেছেন।
পুলিশের একটাই কথা,” দয়াকরে আপনারা ঘরে থাকুন, করোনা ভাইরাস সংক্রমণরোধে সহায়তা করুন। নিজে বাচুঁন, পরিবারের প্রিয় সদস্যদের বাঁচতে সহায়তা করুণ”।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন,করোনা একটি প্রাণঘাতী রোগ। এরোগের একমাত্র ঔষধ হচ্ছে সচেতন থাকা। তিনি আরো জানান,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশেই সকল পুলিশ সদস্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি দাবী করেন।