বিশেষ প্রতিনিধি।। পুলিশই জনতা-জনতাই পুলিশ’এই স্লোগান-কে সামনে রেখে সামাজিক অপরাধ রোধে,মাদক নির্মূল,বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার দুলারহাট সদরের নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে দুলারহাট থানার আয়োজনে নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজ কক্ষে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এসময় দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ,সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা প্রদান কালে মাদকমুক্ত সমাজ গড়তে সকল-কে এগিয়ে আসার আহব্বান জানান,তিনি বাল্যবিবাহ রোধে মেয়েদের-কে বিশেষ পরামর্শ দেন এবং তাদের সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শও দেন।
তিনি আরও বলেন,বাল্যবিয়ে,ইভটিজিং,মোবাইল আসক্তি,মাদকাসক্তি একটি সামাজিক অপরাধ। সমাজের সকল-কে ঐক্যবদ্ধ ভাবে এই অপরাধের প্রতিবাদ করতে হবে। সুন্দর সমাজ গড়তে শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর ভূমিকা পালন করতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তাসহ নানাবিধ বিষয়ে সামাজিক অপরাধ রোধে সচেতনতা হতে হবে সবাই-কে,আপনারা পুলিশ-কে সঠিক তথ্য দিয়ে সহ-যোগিতা করুন,পুলিশ আপনাদের-কে সুন্দর সমাজ উপহার দিবে। এছাড়া ছাত্র,ছাত্রীদের-কে ইউনির্ফম পরিহিত অবস্থায় বিদ্যালয়ে আসার আহব্বানও জানান তিনি।
এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন,দুলারহাট নীলিমা জ্যাকব ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনির আহমদ শুভ ও কলেজের শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীসহ প্রমুখ।
এবিডি.কম/রাজু