জাহাঙ্গীর আলম রাজু।। করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল নিন্ম- আয়ের মানুষগুলো। আশুলিয়ার ওই সমস্ত ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌছে দিতে নিজস্ব উদ্যোগে তাদের পাশে এগিয়ে এলো র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)
(৫ এপ্রিল রবিবার দুপুরে র্যাব প্রিভেশনক কোম্পানি-৪ এর কার্যালয়ের সামনে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় ত্রান হিসেবে বিতরণ করা হয় পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি চিনি, এক কেজি ডাল,ও আধা-কেজি তেল সামগ্রী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) সিইও মোজাম্মেল হক আমাদেরবাংলাদেশ.কমকে জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করে গরীব ও দুস্থদের মাঝে ত্রান বিতরণ করা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্ব পর্যন্ত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। মধ্যবিত্ত শ্রেনীর যে সকল লোক সম্মানহানি ভয়ে ত্রান নিতে আসতে পারবে না তাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হবে।
কোন ধরনের জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে বের হওয়ারও পরামর্শ দেন তিনি। ,করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৪ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার উনু মন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম