নিজস্ব প্রতিবেদক।। ‘আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে। সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন’ এ স্লোগানকে সামনে রেখে রংপুরে ১১০ জন দৃষ্টি প্রতিবন্ধী ও ভিক্ষুককে খাদ্য সহায়তা দিলেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম ( বার) পিপিএম।
বুধবার বিকেলে রংপুর জেলা পুলিশের উদ্যোগে এ খাদ্য বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন পুলিশ সুপার।
জানা যায় নগরীতে করোনাভাইরাস আক্রমনের ফলে খাদ্যের অভাবে না খেয়ে থাকা ভবঘুরে , দৃষ্টি প্রতিবন্ধ ও ভিক্ষুভদের মাঝে খাদ্য বিতরণের উদ্যোগ নেয় রংপুর পুলিশ। নগরীর এসব অসহায় লোকদের তালিকা তৈরি করে তাদের খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের কর্মরত উর্ধ্বতন কর্মকর্তারা।