ঢাকা।। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য নিয়ে কাজ করছে নানা দেশের গবেষকরা। করোনার সংক্রমণ রোধে ভাইরাসটির জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশেও প্রাণঘাতী এ ভাইরাসের জীবন রহস্য উদঘাটনে কাজ করার ঘোষণা দিয়েছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।
বাংলাদেশেই প্রথমবারের মতো করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। মঙ্গলবার (১২ মে) চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছে।
জিনোম সিকোয়েন্সের মাধ্যমে দেশে ভাইরাসটির গতি-প্রকৃতি ও ক্ষমতা সম্পর্কে সহজেই জানা যাবে।
গেল ডিসেম্বরে প্রাণঘাতী এ ভাইরাসটি উৎপত্তি হয় চীনের হুবেই প্রদেশের উহান শহরে। এরপর ইউরোপ, আমেরিকাসহ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৮ই মার্চ। এরপর, দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তি মারা যান ১৮ই মার্চ। সংক্রমণ রোধে কয়েক দফা সাধারণ ছুটি ঘোষণা করা হলেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। সবশেষ তথ্যানুযায়ী গেল ৬৫ দিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬শ ৬০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২শ’ ৫০ জনের।