ডেস্ক নিউজ:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রীকে মানেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বৃহস্পতিবার (০৯ মে) পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মমতা সম্পর্কে এসব কথা বলেন মোদি।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, কয়েকদিন ধরেই মোদি-মমতার বাকযুদ্ধ চলছে। তারই ধারাবাহিকতায় এবার মমতার সমালোচনা করলেন নরেন্দ্র মোদি। বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে তিনি বলেন, মমতা প্রধানমন্ত্রীকে মানেন না। কিন্তু তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানতে রাজি আছেন।
নরেন্দ্র মোদি আরও বলেন, যখন পশ্চিমবঙ্গে ফণী এসেছিল, তখন বারবার দিদিকে ফোন করেছি। কিন্তু তার ইগোর জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি। কেন্দ্রীয় সরকার রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রাজ্যকে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু দিদি বৈঠকটাও করতে রাজি হননি।
মমতার বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে মোদি আরও বলেন, দিদি দেশের সংবিধানের অপমান করছেন। তিনি পশ্চিমবঙ্গকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। মমতা দেশের প্রধানমন্ত্রীকে মানেন না। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানতে গর্ববোধ করেন।