গাজীপুর সংবাদদাতা।। গাজীপুরে এক ইতালি প্রবাসীর দেহে করোনার সংক্রমক পাওয়া গিয়েছে। জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতালি থেকে আসা এক ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে।
তিনি আরও জানান,কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে অধিকাংশ ইতালি থেকে এসেছেন। করোনায় আক্রান্ত ব্যক্তিকে ঢঅকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দেশে নতুন করে আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১০ জনে। গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় সে সংখ্যা এখন ১১ জনে দাঁড়িয়েছে।