ঢাকা।। প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) দেশে আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ জন। মৃত্য হয়েছে মোট ৫ জন।
আজ (শুক্রবার) সকালে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান।
তিনি জানান, রোগের বিস্তার বৃদ্ধির পাওয়ায় রোগ নির্নয়ের জন্য আরও কয়েকটি কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে হটলাইনের সংখ্যা।
এর আগে গতকাল নতুন আরো ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের ছিল ৪৪ জন। করোনায় নতুন করে আর কেউ মারা যায়নি। বর্তমানে মোট মৃতের সংখ্যা ৫ জন। এছাড়া আক্রান্ত ৪৪ জনের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন।