ঢাকা।। মহামারী করোনাভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫১ জন। মোট মৃত্যু হয়েছে ৫ জনের।
মঙ্গলবার বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ করোনা সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে এসব কথা জানান।
আক্রান্ত দুজনের মধ্যে একজন সৌদি থেকে এসেছেন। আরেকজন করোনা আক্রান্ত রোগীর সংর্স্পশে এসেছিলেন।
এর আগে গত সোমবার পর্যন্ত দেশে মোট ৪৯ জন রোগী মারা গিয়েছে। মারা গিয়েছে ৫জন। এছাড়াও চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৯জন।