ঢাকা।। দেশে পৌছালো করোনা মোকাবিলায় চীনভিত্তিক ইকমার্স জায়ান্ট আলিবাবার দেওয়া তিন লাখ মাস্ক। রবিবার বিকেলে এসব মাস্ক হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছায় বলে জানান চীনা দূতাবাস।
বিমানবন্দরেই এ সব পণ্য স্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করেন চীনা দূতাবাসের কর্মকর্তারা।
এর আগে শুক্রবার জ্যাক মা’র পাঠানো ৩০ হাজার করোনাভাইরাস পরীক্ষার কিট দেশে পৌঁছায়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশকে এসব চিকিৎসা ও স্বাস্থ্য সরঞ্জাম অনুদান হিসেবে পাঠিয়েছেন চীনের ধনাঢ্য ব্যবসায়ী জ্যাক মা।
এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা।
তিনি লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক করোনা মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেয়া হবে। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম